Friday, February 6, 2015

মাহে রামাদান প্রস্তুতি: উপলব্ধি ও সফল প্ল্যান


বিসমিল্লাহির রাহমানীর রাহীম

পবিত্র মাহে রামাদানের উদ্দেশ্যই যদি সফল করতে না পারি তবে আমাদের এ রামাদানের তাৎপর্য কোথায় থাকবে? সফলতভাবে মাহে রামাদান পালনের জন্য এখানে কিছু বিষয় উল্লেখ করা হল যাতে আমরা ভালোভাবে জেনে আমল করে পবিত্র রামাদানের উদ্দেশ্য সাধনে অগ্রগামী হতে পারি ইন শা আল্লাহ।
জানার বিষয়টি প্রথমে, এরপর গভীর উপলব্ধি ও আমালের স্পর্শেই সফলতার দ্বারপ্রান্ত।
রাসূল (সা) বলতেন ‘হে আল্লাহ আমাকে উপকারী ইলম দিন’। এ জানার কারণেই আদম (আ)মর্যাদার দিক থেকে উপরে ছিলেন। আমরা জানার মধ্য দিয়ে উপলব্ধি করতে পারব আল্লাহর প্রজ্ঞার নিদর্শন, জানতে পারব তার অসীম ক্ষমতার এক ক্ষুদ্র অংশের বিশাল হিকমাহ-যা আমরা গননা করে শেষ করতে পারবো না(আল-কোর’আন)। এই জানার কারণেই আলীমরা আল্লাহকে ভয় করে(আল-কোর’আন)...যার যত জ্ঞান, সেই জানার বিশুদ্ধতা ও সুন্নাহ অনুযায়ী আমলের ধারাবাহিকতায় রয়েছে অশেষ সওয়াব যা আমাদেরকে আল্লাহর অধিক কাছে নিয়ে যাবে-যা তাকওয়ার মূল কথার সার। তাই জানার যেন কমতি না থাকে...সাথে অন্যকে জানানোও(সাদাকায়ে জারিয়া-আবু হুরাইরা রা থেকে বর্ণিত হাদীস)।

শুধু রুলিংস এর প্রতি নজর না দিয়ে বরং আল্লাহ রাব্বুল আলামীনের এই রুলিংস এর ভেতরের অসীম প্রজ্ঞার অন্তর্নিহিত দিকের উপকারিতা অর্জন করাই শ্রেয় হবে যার উল্লেখ ‘তাকওয়া’ শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামীন প্রকাশ করেছেন।


নিয়মের ক্ষেত্রে ও পূর্ণ রামাদানের উপর ভালো দুটি বই পড়াই যথেষ্ট। আর বাকীটা সময় এই নিয়ম সমূহের মাঝের গভীর তাৎপর্য, তাকওয়া কিভাবে অর্জিত হতে পারে, রামাদানের আধ্যাত্বিক ছোয়া, আল্লাহর দেওয়া রামাদানের মাঝে যে প্রজ্ঞা(Wisdom)রয়েছে এবং এর উপলব্ধির মাধ্যমে এর সর্বাধিক উপকারিতা লাভ করাই কাম্য হওয়া উচিত আমাদের সবার।

যারা অলরেডি প্ল্যান করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, তারা স্কলারদের এই লেখাগুলো দেখে আরো উন্নততর প্ল্যান করতে পারেন ইন শা আল্লাহ।

এখানে প্রত্যেকটা বিষয় রিলায়েবল সোর্স, স্কলার, দাঈ, ও স্কলারদের আন্ডারে বা তাদের দ্বারা পরিচালিত সাইটগুলো থেকে নেওয়া।

আপনাদের সম্ভব হলে এখানের অনেক ভালো ইংরেজী আর্টিকেলগুলো অনুবাদ/সারাংশ করে ও মূল লিংক দিয়ে ব্লগে(ইংলিশ/বাংলা), সাইটে বা আপনাদের ফেইসবুকে শেয়ার করতে পারেন-সদকায়ে জারিয়ার কথা কিন্তু ভুলবেন নাহ!


সিয়াম ও রামাদান


1. এক নজরে সিয়াম ও রামাদান

http://tinyurl.com/lbbrco8

2. Want to Know What Ramadan’s Really About?

http://tinyurl.com/ohrsk4q

3. When does the month of Ramadan begin? Science and Wisdom

http://tinyurl.com/la8zrm8

4. What are Your Intentions For Ramadan? By Shaikh Abdun Nasir Jangda

http://tinyurl.com/o5fqt5a

5. All About Ramadan

http://tinyurl.com/q9o5yop

6.The virtues of Ramadaan

http://islamqa.info/en/13480

7. All about Fasting

http://islamqa.info/en/cat/295

রামাদান প্রস্তুতি ও অন্যান্ন দিকের সমন্বয়


1. রামাদানের প্রস্তুতির জন্য ৮ টি সহজ টিপ্‌স- মূল লেখকঃ ওয়েসাম কেরায়েম

http://tinyurl.com/ovvnsct

2. রামাযান মাসে মুমিনের দৈনন্দিন কর্মসূচী

http://tinyurl.com/jwk3v9x

3. গৃহিণীদের রমযান পরিকল্পনা

http://www.quraneralo.com/ramadan-for-housewifes/

4. রোজার মাসে নিজেকে নিয়ে চিন্তাভাবনা

http://www.quraneralo.com/think-about-yourself/

5. Ramadan Prep Guide for Busy People(Total 4 parts)

http://tinyurl.com/nrqbo7s

6. Ramadan: A Gift for Muslims | Nouman Ali Khan

http://tinyurl.com/pv9uu6f

7. Balancing Business Activities and Worship During Ramadan

http://tinyurl.com/nzwtn8d

8. [Aiming for an Awesome Ramadan Series - Part 1] It’s Time To Change Your Life(Total 5 Parts)

http://tinyurl.com/k9zjl2p

9. The Delights of a Kid Focused Ramadan

http://tinyurl.com/p3ltkpn

10. Top 8 ways to boost your Ramadan spirit this year

http://tinyurl.com/p7jfxwg

একটি Life Changing Ramadan Reminder !!
http://www.youtube.com/watch?v=gxTlMaQ_ZyU

বই


1. আল-কুরআন ও সহীহ হাদীসের আলোকে রামাদান মাসে একজন মুমিনের দায়িত্ব ও কর্তব্য - সংকলন:মোহাম্মদ মানজুরে ইলাহী

http://tinyurl.com/pkwfoak

2. বই – রামাদান নির্বাচিত ফাতাওয়া – ১

http://www.quraneralo.com/ramadan-fatawa-1/

3. রামাদান বিষয়ক – প্রবন্ধ, বই ও মাস’আলার সমাধান

http://www.quraneralo.com/ramadan-resources/

4. Ramadan Resources From Kalamullah(স্কলারদের বই,আর্টিকেল,লেকচার, ভিডিও ও অন্যান্ন আলোচনা)

http://www.kalamullah.com/ramadan.html

5. রমযান মাসের ৩০ আসর - মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন

http://tinyurl.com/n7pg3rd

6. রমযানের বিষয়ভিত্তিক হাদিস : শিক্ষা ও মাসায়েল - ইবরাহীম বিন মুহাম্মাদ আল হুকাইল

http://tinyurl.com/kzxkdqh

ফাতাওয়া


ফাতাওয়ার জন্য...মূল শব্দ(সমুহ ও রামাদান)লিখে সার্স দিন। বা গুগুলে লিখে কমা দিয়ে islamqa বা onislam লিখে সার্স দিলেই পেয়ে যাবেন ইন শা আল্লাহ।

http://islamqa.info/en/search?key=Ramadan&yt0=search

তাফসীর(সূরা ক্বাদরের অসাধারণ তাফসীর, Part – 96 & 97) Nouman Ali Khan


আর যদি সম্ভব হয় তবে রামাদানের প্রস্তুতি নিয়ে একটি প্ল্যান দেওয়া হয়েছিল এই গ্রুপে সবাইকে বন্টন করে-সেখানে এই তাফসীরগুলো থেকে সামারী আকারে এক অসাধারণ কুরআনের পাঠ তৈরি করতে পারবেন ইন শা আল্লাহ।

1. http://www.nakcollection.com/download-tafsir.html

লেকচার


1. রমজানকে কিভাবে স্বাগত জানাবেন (মোট ৪ পর্বের)

http://www.youtube.com/watch?v=7Inwyw7v134

2. Ramadan and the Quran by Nouman Ali Khan

http://www.youtube.com/watch?v=3RDhYeskaSg

3. What if this is my last Ramadan? - Dr. Tawfique Chowdhury

https://www.youtube.com/watch?v=-_1DQzh3GDY

4. Islamic Lectures SOS - Fiqh of Ramadan By Yasir Qadhi

http://www.youtube.com/watch?v=tE6vycxTIA0

5. Ramadan: The Month of Fasting and Spirituality(The Deen Show)

http://www.youtube.com/watch?v=6A--bdn6CZ4

6. Benefits of Fasting - Dr Zakir Naik

http://www.youtube.com/watch?v=aZqZ1CV-JIc

মাহে রামাদান ও দানের অসাধারণ গুরুত্ব


1. Cherishing Charity in Ramadan

http://tinyurl.com/pecgykq

2. Charity In Ramadhan

http://www.missionislam.com/ramadan/charity.htm

কোর'আন তেলাওয়াত


"আর যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয় তখন তাদের অন্তর কেপে উঠে ও তাদের ঈমান বৃদ্ধি পায় আর তারা তাদের রবের উপর ভরসা করে”(সূরা আনফাল)। “নিশ্চয় আল্লাহর স্মরণে রয়েছে প্রশান্তি”। একাকী এই আয়াতের সুমধুর তিলাওয়াত আমাদেরকে আল্লাহর চিন্তাতে অধিক মগ্ন করে দিবে, তার অধিক কাছে যাওয়ার প্রেরণায় পথ দেখাবে ইন শা আল্লাহ।

1. Ahmad Saud

http://www.youtube.com/results?search_query=Ahmad+Saud

2. Khalid Juhaym

http://www.youtube.com/results?search_query=Juhaym+Quran+recitation

3. Mishary Rashid Al Afasy

http://www.youtube.com/results?search_query=Juhaym+Quran+recitation

Ramadan and Spirituality (Taqwa), Inner Dimension


1. THE INWARD CONDITIONS OF FASTING - Imam Ghazzali http://sunnah.org/ibadaat/fasting/ramadan2.html

2. Ramadan and Purification by Shaikh Hamza Yusuf

http://tinyurl.com/lp8r8m3

3. I Don’t Feel Ramadan

http://tinyurl.com/pq8g43x

4. Spiritually Gearing Up for Ramadan

http://tinyurl.com/mbh3poc

5. THE SPIRITUAL AND HEALTH BENEFITS OF RAMADAN FASTING

http://tinyurl.com/nehgk6z

6. Ramadan: Striving for God Consciousness

http://www.islamicity.com/articles/Articles.asp?ref=IC0510-2816

7. Tips to Elevate Your Spirituality in Ramadan

http://tinyurl.com/mva47hn

8. Ramadan, Volunteering, and Spirituality

http://tinyurl.com/pow2c6d

ইতিকাফ


1. ই‘তিকাফ

http://sorolpath.wordpress.com/2011/08/08/itikaf/

2. ইতিকাফ: রমজানের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল ইবাদত-বন্দেগি

http://www.peaceinislam.com/m-m-nour-hossain/10689/

লাইলাতুল ক্বাদর


এখানেও নোমান আলী খানের সূরা ক্বাদরের তাফসীরের অসাধারণত্বের দিকেই যেতে বলব...বিশেষত ২০/২৫টি তাফসীর থেকে জিস্ট আকারে এক অসাধারণ বর্ণনা নিয়ে আসছেন যা আমরা বাংলা তাফসীর গ্রন্থগুলোতে মিস করেছি।

1. লাইলাতুল কদর (প্রশ্নোত্তর)

http://tinyurl.com/ma32k2d

2. তাফসীর সূরা ক্বাদর(English)

http://www.nakcollection.com/download-tafsir.html

কিছু আর্টিকেল যা মিস করার নয়!!


1. Ramadan Reminder | 5 Things Only Allah Knows & An Introduction to Laylat’l-Qadr

http://tinyurl.com/pq76ntu

2. Ramadan: When Feeding Others in Need Supersedes Our Own Hunger and Greed

http://tinyurl.com/prxo29r

3. Neighborly Love | Ramadan Iftar Platters

http://tinyurl.com/o3utsbl

4. Make This Ramadan Your Best Ramadan Ever

http://tinyurl.com/o9akm5o

5. Ready, Set, Go! Food & Nutrition for a Healthy Ramadan By Karimah Bint Dawoud- Muslim Chaplain & Clinical Nutrition

http://muslimmatters.org/2014/06/22/ramadan-ready-set-go/

6. Carrying the Torch of Ramadan Forward by Yasmin Mogahed

http://tinyurl.com/kemhy8x

7. The Fast of Ramaḍān in the Bible and the Qur’ān by Shibli Zaman

http://tinyurl.com/lveets9

8. Nurturing Spirituality in Children During Ramadan by Munira Lekovic Ezzeldine

http://tinyurl.com/n9b2mtz

9. Wisdoms and Rulings for Ramadan by Shaykh Muhammad al-Hassan Walid Dido al-Shanqiti

http://tinyurl.com/n5aevvx

গান


পবিত্র মাহে রামাদানের উপর অসাধারণ দুটি গান

1. Maher Zain - Ramadan | English

http://www.youtube.com/watch?v=3G-t72JjRf0

2. Ramadan Rahmat by Hasan Al Banna(বাংলা)

http://www.youtube.com/watch?v=YQVvAHGMkVU

মাহে রামাদান পরবর্তী সময়


রমজানের পর সর্বোত্তম রোজাঃ মুহাররম মাসের রোজ

1. রমজানের পর সর্বোত্তম রোজাঃ মুহাররম মাসের রোজা

http://shomokalin.com/article/ashura-fasting

2. The End of Ramadan : Chapter from Ibn Rajab’s book: Lataif al Maa’rif

http://abdurrahman.org/ramadhan/the-end-of-ramadhan.html



বি.দ্র :
পোস্টটি শুধুমাত্র পবিত্র মাহে রামাদান ও এ সক্রান্ত কেন্দ্রিক। সুতরাং কোন স্কলারের অন্যান্ন বিষয়ে দ্বিমত থাকলেও এখানে না আনার জন্য অনুরোধ রইল যাতে পোস্ট ও কমেন্টের পরিবেশ স্বাচ্ছন্দ থাকে ইন শা আল্লাহ।